NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলছে মধুমিতা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০১:৩২ এএম

>
‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলছে মধুমিতা

মাঝখানে প্রায় দুই মাসের মতো সাময়িক বন্ধ ছিল রাজধানী ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ফুটবল বিশ্বকাপ, ভালো ছবির সংকট, হল আধুনিকায়ন— সব মিলিয়ে এই বিরতি। এবার বিরতি ভেঙে ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ দিয়ে আবারও খুলছে মধুমিতা।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের বেশ উন্মাদনা ছিল। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। সব মিলিয়ে হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। নতুন বছরে চেয়েছি ভালো একটি সিনেমা দিয়ে হল খুলতে।’

তার কথায়, “আমার কাছে ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ তেমনই একটি সিনেমা। শুভ-ঐশীর সিনেমা দিয়ে হলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি। হল বন্ধ থাকাকালীন আধুনিকায়নের কিছু কাজ করেছি। আশা করছি, দর্শক এখন নতুন পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।”

গত বছরের ১৮ নভেম্বর সাময়িক বন্ধ হয়েছিল মধুমিতা প্রেক্ষাগৃহটি। রাজধানীর অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।

উল্লেখ্য, ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ সিনেমাটিতে শুভর-ঐশী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।