NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

রাজার রাজ্যে ডাচদের শান্তির জয়


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১১:১২ এএম

রাজার রাজ্যে ডাচদের শান্তির জয়

অষ্টম টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে নেদারল্যান্ডস শান্তির জয় তুলে নিল। এটাই বড় কোনো আসরে তাদের অন্যতম অর্জন।

নিজেদের ইনিংসে ডাচ বোলারদের তোপের মুখে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আর সহজ লক্ষ্য তাড়া করে ৫ উইকেট হারিয়ে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা।  

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাকাভারা। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতে মোটেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে পড়ে প্রাথমিক বিপর্যয়ে। 

দ্বিতীয় ওভারে ওয়েসলি মাধেভেরে ১ রানে আউট হলে ক্রেইগ আরভিন ও রেগিস চাকাভা হাল ধরতে পারেননি। ব্র্যান্ডন গ্লোভার টানা দুই ওভারে দুজনকে ফেরান। পাওয়ার প্লেতে মাত্র ২০ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলাতে পারেনি জিম্বাবুয়ে।

 

যদিও শন উইলিয়ামস ও সিকান্দার রাজা নেদারল্যান্ডসের উইকেট উৎসবে কিছুটা বাধা দিয়েছিলেন। তাদের ৪৮ রানের জুটি ভাঙতে আবারও সেই অসহায়ত্ব।

২৮ রান করে উইলিয়ামস আউট হন। বাস ডি লিড তার দুই শিকারের প্রথমটি বানান রাজাকে। ২৪ বলে ৩ চার ও ৩ ছয়ে ৪০ রান করেন। জিম্বাবুয়ের ইনিংসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এই দুজন বাদে আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি কেউিই। ব্যাটিং বিপর্যয়ে ১১৭ রানে থামতে হয় জিম্বাবুয়েকে। ইনিংসের চার বল বাকি থাকতে তাদের অলআউট করে ডাচরা।

ডাচদের হয়ে পল ফন মিকেরেন ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে পান গ্লোভার, লোগান ফন বিক ও ডি লিড।

এ ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখার লক্ষ্য জিম্বাবুয়ের। অন্যদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ৩ ম্যাচ হারলেও চতুর্থ ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া ডাচরা।  

 

এর আগে বাংলাদেশের বিপক্ষে জয়ের খুব কাছাকাছিই চলে গিয়েছিল জিম্বাবুয়ে। নানা নাটকের পর সেই ম্যাচে দলটি হেরেছিল ৩ রানে। তাতে দলটির শেষ চারের আশাতেও লেগেছে বড় এক চোট। সেই আশাটা আবারও পুনরুজ্জীবিত করতে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ক্রেইগ আরভিনের দল।

আজকের উইকেটে ঘাসের উপস্থিতি রয়েছে, পিচটা ঢাকাও ছিল বেশ কিছুদিন ধরে। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচে তবু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবলেন না আরভিন।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে দলটি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন ব্র্যাড ইভান্স। তাকে ছাড়াই আজ অ্যাডিলেডে খেলবে জিম্বাবুয়ে। তার জায়গায় দলে এসেছেন লুক জংওয়ে।

ওদিকে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস জানালেন, টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন তিনি। উইকেট ঢাকা ছিল বলেই এই সিদ্ধান্ত নিতেন, জানালেন তিনি।