NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

পেসারদের গুরুত্বটা বোঝেন সাকিব


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৩ এএম

>
পেসারদের গুরুত্বটা বোঝেন সাকিব

দীর্ঘ ১৫ বছর পর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে টাইগাররা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো অবস্থানে ছিল না বাংলাদেশ দল। সে কারণে ম্যাচ জয়ের পর অধিনায়ক সাকিব জানালেন, জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

টস হেরে ব্যাট করতে নেমে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটি দলকে ভালো শুরু এনে দেয়। অবশ্য পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে কঠিন সে চাপকে সামাল নেন আফিফ হোসেন। শেষদিকে মোসাদ্দেকের ২০ রানে সম্মানজনক স্কোর (১৪৪ রান) দাঁড় করায় বাংলাদেশ। তবে সাকিব মনে করেন, ১০ রান কম করেছে তার দল। ১৫৫ রান একটি দুর্দান্ত টোটাল হতো বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সংস্করণ খেলেছি কিন্তু আমরা জিততে পারিনি এবং সেটা আমার মনের ভিতরে ছিল। ম্যাচে আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকি এবং সেটা আমাদের কাজে আসেনি। আমরা জানতাম যে ১৫৫ একটি দুর্দান্ত টোটাল হবে, যদিও আমরা ১০ রান কম করেছিলাম।’

নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগার পেসাররা ভালো বোলিং করেছে, সেই কৃতিত্ব অধিনায়ক সাকিব নিজেও দিলেন পেসারদের। এ নিয়ে সাকিব বলেন, ‘ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে। আমরা ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি, আমরা খুব ভালো কিছু বোলার পেয়েছি। তাসকিন আমাদের জন্য ভালো বোলার, তার অভিজ্ঞতা ও পেস আছে। আমাদের দলের বেশিরভাগ ফিল্ডারই চটপটে এবং দ্রুত। মাঠে আমরা ৫-১০ রান বাঁচাতে পারি, আর সেটাই বড় পার্থক্য হতে পারে।’