NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

সেরা দলেও পরিবর্তন আসে, বলছেন শ্রীরাম


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
সেরা দলেও পরিবর্তন আসে, বলছেন শ্রীরাম

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ব্যর্থ মিশন শেষে আজ শনিবার বাংলাদেশ দল পৌঁছেছে অস্ট্রেলিয়ার মাটিতে। যদিও দলের আগেই গতকাল মেলবোর্নে পৌঁছে গিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আজ অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম জানালেন ত্রিদেশীয় সিরিজে অনেক কিছুই শিখেছেন তারা।

ক্রাইস্টচার্চ থেকে আজ সকালে মেলবোর্নে পৌছেই গণমাধ্যমের মুখোমুখি হন শ্রীরাম। কথা বলার এক পর্যায়ে টিম টাইগার্সের এই কনসালট্যান্ট জানালেন খেলোয়াড়দের সম্পর্কে জেনেছে দল, এমনকি কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছে বেশ।

শ্রীরাম বলেন, ‘অনেক কিছু শিখেছি, নিজেদের খেলোয়াড়দের ব্যাপারে জেনেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। অনেক কিছু শিখেছি। আমরা এই ব্যাপারে পরিষ্কার, জানি কোন দলটা সেরা। সেরা দল একটা না, এটা বদলায়। সঠিক দলের বিপক্ষে ঠিক ম্যাচ আপটা দরকার। কিন্তু আমাদের মাথায় সেরা কম্বিনেশনের ব্যাপারটা পরিষ্কার।’

নিউজিল্যান্ডের মাটিতে সদ্য শেষ ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশ দলের প্রাপ্তি কী, সে সম্পর্কে জানতে চাইলে শ্রীরাম বলেন, ‘ছেলেরা অনেক আত্মবিশ্বাস পেয়েছে, যেভাবে আমরা রান করেছি। স্কোর দেখুন, তিন দলই কাছাকাছি ছিল। এমনকি আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনালে খেলা নিউজিল্যান্ডের চেয়ে বেশি রান করেছি।’

বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল। আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে লড়বে টাইগাররা। এরপর ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।