NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

শাহরুখের যে অভ্যাসে বিরক্ত স্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৫ পিএম

>
শাহরুখের যে অভ্যাসে বিরক্ত স্ত্রী

বলিউডের আলোচিত দম্পতি শাহরুখ খান ও গৌরি খান। দুজনের ভালোবাসার কথা ভক্তরা ভালো করেই জানেন। তরুণ বয়সে ভালোবেসে বিয়ের পর এখনো অটুট তাদের বন্ধন। দুই সন্তানকে নিয়ে সুখেই জীবন কাটাচ্ছেন শাহরুখ-গৌরি।

বলিউডের পরিচালক-প্রযোজক করন জোহরের আলোচিত শো ‘কফি উইথ করন’-এর সপ্তম সিজনের অতিথি হয়ে এসেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সেখানে গৌরী জানিয়েছেন স্বামীর এক অভ্যাসের কথা। যে অভ্যাসে বিরক্ত তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে করন তার ইনস্টাগ্রামে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের পর্বটির প্রোমো শেয়ার করেন। সেখানে করনকে বলতে শোনা যায়, ‘অসাধারণ এই নারীরা এসেছেন কিছু বিষয় ফাঁস করার জন্য।’

প্রমোতে করন জোহর গৌরী খানকে প্রশ্ন করেন, ‘মেয়ে সুহানা খানকে ডেটিংয়ের ব্যাপারে কী পরামর্শ দেবেন?’ জবাবে গৌরী বলেন, ‘একসঙ্গে যেন কখনো দুজন ছেলের সঙ্গে প্রেম না করে।’

গৌরী আরও জানিয়েছেন শাহরুখের একটি অভ্যাস সম্পর্কে, যে অভ্যাসে তিনি বিরক্ত। গৌরী জানান, বাড়িতে পার্টি হলে অতিথিদের নিচে নেমে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন শাহরুখ। অনেক সময় সেখানেই দীর্ঘ আড্ডা জুড়ে দেন। তখন পার্টির অতিথিরা শাহরুখকে খুঁজতে শুরু করেন। শাহরুখের কাণ্ডে মনে হয়, বাড়িতে নয়, পার্টি হচ্ছে রাস্তায়।’

গৌরী ছাড়াও ‘কফি উইথ করন’-এর পর্বে আছেন চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে ও সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর। ২২ সেপ্টেম্বর রাত ১২টায় ডিজনি প্লাস হটস্টার দেখা যাবে এটি।