NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত ১২


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪০ এএম

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত ১২

ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এর মধ্যে ৫৬টি ড্রোন গুলি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এছাড়া আরও ৬১টি ড্রোনকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরের পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক শিশুসহ আটজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।

 

রাশিয়ার হামলায় প্রায় ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং একটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের উত্তরপূর্বাঞ্চলের মেয়র জানিয়েছেন, সেখানে ড্রোন হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভ, খমেলনিটস্কি, কিয়েভ, ওডেসা, সামি এবং ঝাপোরিঝিয়া হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সামির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার সময় একটি শহরে টহল দেওয়ার সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।জেলেনস্কি বলেন, গত রাতে রাশিয়া বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে আমাদের শহরগুলোতে আক্রমণ করেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের প্রতিটি সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে রাশিয়ার সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য আমাদের আরও সমর্থন প্রয়োজন। প্রতিটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেপণাস্ত্র-বিরোধী অস্ত্র হামলা প্রতিহত করতে কাজ করছে।