NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

রোম থেকে ঢাকাগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, যা জানালো বিমান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৪২ এএম

রোম থেকে ঢাকাগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, যা জানালো বিমান

ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটে কোনো ধরনের বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও সেই ফ্লাইটে বোমা থাকার বার্তা পাকিস্তানি একটি নম্বর থেকে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছিল।

ফ্লাইটটি (বিজি-৩৫৬) ইতালির রোম থেকে গতরাতে উড্ডয়ন করে বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে। পথে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

 

ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে।

 

সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরে অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং সব যাত্রী ও ব্যাগেজসহ এয়ারক্রাফট তল্লাশি করা হয়।

নিরাপত্তা তল্লাশিতে কোনো বিস্ফোরক বা বোমা না পাওয়ায় দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটির ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ হয় । এরপর যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।

jagonews24

 

বিমানবন্দরে অবস্থানকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান করে বলে ফেসবুক পেজে জানিয়েছে বিমান।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুকে পেজে এক পোস্টে জানানো হয়, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে ‘বোম্ব থ্রেট’র বার্তা আসে।

ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩৬ বিমানে ৩৪ কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক রয়েছে। ওই সংবাদ পাওয়া পরই সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথবাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়।

 

এদিকে, বোমা হুমকি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।

jagonews24

 

তিনি বলেন, বিমানবন্দরের এপিবিএন কন্ট্রোল রুমের ডিউটি অফিসারের সরকারি নম্বরে উড়োজাহাজে বোমা থাকার বার্তাটি আসে। পরবর্তী সময়ে সেই নম্বরে তথ্যদাতার সঙ্গে কিছু চ্যাট হয়। তবে তিনি (বার্তাদাতা) ভয়েস কল রিসিভ করেননি। ওই তথ্যদাতা একটি লাগেজের ছবিও পাঠিয়েছেন, যে লাগেজে বোমাটি থাকতে পারে তিনি বলে জানিয়েছিলেন।

 

জানা যায়, ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।