NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

শাহাজালালে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল, যা জানালো টার্কিশ এয়ারলাইন্স


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৪৪ এএম

শাহাজালালে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল, যা জানালো টার্কিশ এয়ারলাইন্স

১৩ জানুয়ারি, রাত সাড়ে ১০টা। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান একই পরিবারের পাঁচজন যাত্রী। এসময় তারা তাদের একটি হ্যান্ড লাগেজে ২৪ কেজি শাকসবজি বহন করছিলেন। চেকিংয়ের সময় তাদের জানানো হয়, হ্যান্ড লাগেজে সাত কেজির বেশি নেওয়ার নিয়ম নেই। এর বেশি নিতে হলে এয়ারলাইন্সকে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। কিন্তু ফি দিতে অপারগতা প্রকাশ করেন যাত্রীরা। বাধা দিলে এয়ারলাইন্সটির স্টাফদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় তারা। আবার তারাই ওই ঘটনার ভিডিও করে ‘হয়রানি করা হয়েছে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও টার্কিশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানায়।

 

সূত্রটি জানায়, বাগবিতণ্ডার একপর্যায়ে লাগেজ থেকে কাঁচা শাকসবজি রেখেই লন্ডন যান যাত্রীরা। লন্ডন পৌঁছে ওই ঘটনার ভিডিওটি তারা ফেসবুকে ছেড়ে দেন। তবে তার আগেই ওই ঘটনায় বিমানবন্দরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দিয়েছে টার্কিস এয়ারলাইন্স।

নাম প্রকাশে অনিচ্ছুক টার্কিশ এয়ারলাইন্সের এক কর্মী জাগো নিউজকে বলেন, গত ১৩ জানুয়ারি ওই ঘটনাটি ‘গ’ পালার বিবি-০৯ এর টার্কিস এয়ারলাইন্সের (টিকে৭১৩, ডিএসি-আইএসটি) স্টাফ শামস্ উদ্দীন ও ওই ফ্লাইটের পাঁচ যাত্রীর সাথে ঘটে। তারা অনেকগুলো লাগেজ নিয়ে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। পরে চেকিংয়ের সময় তাদের কাছে থাকা অতিরিক্ত ২৪ কেজি ওজনের একটি লাগেজ পাওয়া যায়, যার ভেতর কাঁচা শাকসবজি ছিল।

 

 

এয়ারলাইন্স স্টাফরা সবজি বহন করতে নিষেধ করেছিলেন। কিন্তু ওই যাত্রীদের মধ্যে একজন তার ক্যাবিন লাগেজে তা বহন করেন, যা বিমানে প্রবেশের পূর্বে এয়ারলাইন্স স্টাফের নজরে আসে। সেখানে বারণ করা সত্ত্বেও তারা জোর করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করেন। এয়ারলাইন্স স্টাফ তাদের আবারও বাধা দেন। কিন্তু যাত্রীরা তাদের হয়রানি করা হচ্ছে বলে ভিডিও করার পাশাপাশি বাকবিতণ্ডায় জড়ান।

 

পরে এয়ারলাইন্স স্টাফ শামস্ উদ্দিন তাদের মধ্যে একজন যাত্রীকে ধরে হোল্ডিং লাউঞ্জে নিয়ে আসেন ও বোর্ডিং ব্রিজ ৯ এর এভসেক সিকিউরিটিতে কর্তব্যরত এএসআই খোকন, এএসজি নজরুল, অপারেটর নুরজাহান ও এলএসি সারোয়ারকে বিষয়টি জানান। তারা যাত্রীকে বুঝিয়ে শান্ত করেন ও যাত্রীর সামনেই সব সবজি ডাস্টবিনে ফেলে দেন। পরে যাত্রী খালি ব্যাগ নিয়ে বিমানে প্রবেশ করেন। এয়ারলাইন্স নীতিমালা অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ সাত কেজি ওজনের হ্যান্ড লাগেজ বহনের অনুমতি পান।