NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

সাইফের উপর হামলা, আতঙ্কিত ভারতে যা বলছেন তারকারা


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৫, ১১:৩৭ পিএম

সাইফের উপর হামলা, আতঙ্কিত ভারতে যা বলছেন তারকারা

বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের তার বাড়িতে নির্মম হামলার শিকার হয়েছেন। সাইফ একাধিক আঘাত পেয়েছেন। যার মধ্যে একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি এবং অন্যটি গলায়। সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। তার টিম নিশ্চিত করেছে যে, সাইফ এখন স্থিতিশীল, তবে এই ঘটনা সবার মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

এই ঘটনা বলিউডের শোবিজ জগৎকে স্তম্ভিত করে দিয়েছে। অভিনেতার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুরাগী ও সহকর্মীরা। তার ‌‘দেভারা: পার্ট ১’ সহকর্মী জুনিয়র এনটিআর প্রতিক্রিয়া জানিয়ে সাইফের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

 

জুনিয়র এনটিআর সোশ্যাল মিডিয়ায় শোক ও দুঃখ প্রকাশ করে লেখেন, ‘সাইফ স্যারের ওপর আক্রমণের খবর শুনে অবাক হয়েছি ও দুঃখিত। তার দ্রুত সুস্থতা ও ভালো স্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’

অভিনেত্রী পূজা ভাট দেশের আইন-শৃঙ্খলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘আইন ও শৃঙ্খলা কোথায়? আমাদের আইন আছে... শৃঙ্খলা কী?’

 

অন্যদিকে অভিনেতা চিরঞ্জীবী এই ঘটনার বিষয়ে গভীরভাবে ব্যথিত হয়েছেন দাবি করে বলেন, ‘সাইফের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

অভিনেতা ও সাংসদ রবি কিশান এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি পিটিআইকে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমাদের বন্ধু এবং সহকর্মী সাইফ। তার উপর এমন আঘাত মেনে নেয়া যায় না। পুলিশ কর্মকর্তারা অবশ্যই তদন্ত করবেন এবং চোর অবশ্যই ধরা পড়বে বলে আমি বিশ্বাস করি। মুম্বাই পুলিশের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘অভিনেতাদের নিরাপত্তার উপর আরও মনোযোগ দেওয়া উচিত। এটি খুব দুঃখজনক দৃষ্টান্ত। আমি মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে সাইফ দ্রুত সুস্থ হয়ে উঠেন। তার পরিবারকে আশ্বস্ত করব যে সরকার এবং পুলিশ তাদের পাশে রয়েছে।’