NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

মাস্টার্স অব দ্য ইউনিভার্সে স্কেলিটর চরিত্রে জ্যারেড লেটো


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৮ পিএম

মাস্টার্স অব দ্য ইউনিভার্সে স্কেলিটর চরিত্রে জ্যারেড লেটো

অনেকের শৈশবের নায়ক হি-ম্যান। এই চরিত্রটি ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজির এক বীরের। একটি কাল্পনিক পৃথিবী এটার্নিয়ার প্রধান চরিত্র প্রিন্স অ্যাডামই হি-ম্যান। যিনি তার ঐশ্বরিক ক্ষমতাধার তরবারি ব্যবহার করে হি-ম্যান রূপে পরিণত হন।

অত্যন্ত শক্তিশালী এবং সাহসী সুপারহিউম্যান হি-ম্যান। তার লক্ষ্য পৃথিবীকে স্কেলিটর ও তার শত্রু বাহিনী থেকে রক্ষা করা।

 

১৯৮২ সালে ম্যাটেল এই খেলনা ব্র্যান্ডটি তৈরি করে। সেটি বিশ্বজুড়েই তুমুল জনপ্রিয়তা পায়। পরে এই চরিত্র ও গল্প নিয়ে অনেক টেলিভিশন সিরিজ, সিনেমা এবং কমিক বই প্রকাশ হয়েছে। সিনেমা আকারে ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ১৯৮৭ সালে মুক্তি পায়। এতে হি-ম্যান চরিত্রে অভিনয় করেন ডল্ফ লুন্ডগ্রেন। যদিও সেটি বক্স অফিসে তেমন সফল হয়নি তবে হি-ম্যান ফ্র্যাঞ্চাইজির প্রতি অনেক ভক্তের মতে এটি একটি কাল্ট ক্লাসিক সিনেমা।

আবারও এই গল্প নিয়ে হি-ম্যান ফিরে আসছেন সিনেমার পর্দায়। ম্যাটেল ফিল্মসের সঙ্গে মিলে লাইভ-অ্যাকশন ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ নামে এই সিনেমাটি তৈরি করছে আমাজন এমজিএম স্টুডিওস। এই সিনেমাতে চমক হিসেবে যোগ দিয়েছেন জ্যারেড লেটো। তিনি গল্পটির প্রধান ভিলেন আইকনিক স্টেলিটরের ভূমিকায় অভিনয় করবেন, তথ্যটি নিশ্চিত করেছে হলিউড রিপোর্টার।

 

তারা আরও জানায়, ছবিতে যোগ দেবেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা। যার মধ্যে স্যাম সি. উইলসন ভিলেন ট্র্যাপ জওয়ের চরিত্রে অভিনয় করবেন। গেম অফ থ্রোনস সিরিজে দ্য মাউন্টেন চরিত্রে পরিচিত হাফথোর বিওর্নসন অভিনয় করবেন গোট ম্যান চরিত্রে। কোজো আত্তাহ ট্রাই-ক্লপ্স চরিত্রে দেখা দেবেন। অ্যালিসন ব্রি অভিনয় করবেন স্কেলিটরের সেকেন্ড ইন কমান্ড ইভিল-লিন চরিত্রে।

এই সিনেমার প্রধান চরিত্র হি-ম্যান হয়ে পর্দায় আসবেন নিকোলাস গ্যালিটজাইন। ক্যামিলা মেনডেস টিলা এবং ইদ্রিস এলবা ডাঙ্কান/ম্যান-এট-আর্মস চরিত্রে অভিনয় করবেন।

 

ট্রাভিস নাইট পরিচালিত ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ২০২৬ সালের ৫ জুন সারা বিশ্বে মুক্তি পাবে। এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস বাটলার। এটি যৌথ প্রযোজনা করবে এসকেপ আর্টিস্টস এবং ম্যাটেল ফিল্মস।