NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

যার প্রেমের জন্য সিনেমা ছাড়তে চেয়েছিলেন নয়নতারা


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৪ এএম

যার প্রেমের জন্য সিনেমা ছাড়তে চেয়েছিলেন নয়নতারা

দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার বলা হয় তাকে। তিনি নয়নতারা। ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার আসল নাম ডায়ানা নয়নতারা। তার অভিনয় জীবনের শুরু হয়েছিল ২০০৩ সালে তেলেগু সিনেমা ‘ল্যারি’ দিয়ে। তবে তামিল চলচ্চিত্রে তার প্রথম বড় সফলতা আসে ২০০৫ সালে ‘আরিয়া’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি একের পর এক হিট সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেন।

তার ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছে। তিনি জনপ্রিয় পরিচালক ভিগ্নেশ শিবনের সঙ্গে ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

তবে তারও আগে তিনি ২০১১ সালে প্রভুদেবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্কের জন্য প্রায় চলচ্চিত্র ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানান তিনি। সম্প্রতি একটি খোলামেলা সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী এসব কথা জানান।

তিনি বলেন, প্রভুদেবার সঙ্গে গভীর প্রেমে আসক্ত ছিলেন নয়নতারা। তার ভেতরের যে সত্ত্বা সে বারবার বলতো একটি সম্পর্ক ধরে রাখতে হলে তাকে তার পেশাগত জীবনের সঙ্গে আপস করতে হবে। এই অনুভূতি তাকে প্রায় তার সফল চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য করেছিল।

 

তিনি বলেন, ‘আমি নিজের সঙ্গে নিজেই যেন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলাম। মনে হতো যদি ভালোবাসা চাই তবে আপস করতে হবে। ভাবছিলাম, হয়তো চলচ্চিত্র ছেড়ে দিলে আমি সম্পর্কের মধ্যে বেশি সুখী এবং স্থিতিশীল হতে পারব। আবার এর বিপরীত চিন্তাও ছিল।’

সময়ের সাথে সাথে নয়নতারা উপলব্ধি করেন তার সিনেমার প্রতি ভালোবাসা অনেক গভীর। তিনি অভিনয়ের প্রতি তার আবেগ হারাতে চান না।

তিনি আরও উল্লেখ করেন, ‘একটি সম্পর্কের জন্য নিজের পরিচয় হারানো ঠিক নয়। নিজেকে সত্যিকারভাবে জানাটা গুরুত্বপূর্ণ। শেষপর্যন্ত তাই আমি সিনেমায় থেকে গেছি। নয়নতারা হিসেবে আজ আমি সুখী।’

 

নয়নতারা চলতি বছরে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। সামনে তাকে আরও বেশ কিছু চমৎকার গল্পের সিনেমায় দেখা যাবে।