NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

এখনো দল জিতিয়ে যাচ্ছেন নাঈম ইসলাম


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২০ এএম

এখনো দল জিতিয়ে যাচ্ছেন নাঈম ইসলাম

ন্যাশনাল টি টোয়েন্টি লিগে জয়রথ থামছেনা রংপুরের। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ও বিকেলে হওয়া ম্যাচে স্বাগতিক সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ের মুখ দেখলো আকবর আলীর রংপুর।

বাঁ-হাতি স্পিনার আরিফ (২/১৭) আর অফব্রেক বোলার এনামুল এনামের (২/১০) মাপা ও সুনিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে মাত্র ১২০ রানে আটকে থাকে সিলেট। মিডল অর্ডার তোফায়েল (৩৮ বলে ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৫১) ছাড়া আর কেউ রান করতে পারেননি সিলেটের।

 

অন্যদিকে রংপুরের অভিজ্ঞ নাঈম ইসলাম (৩৫ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫০) একদিকে রানের চাকা সচল রাখার পাশাপাশি দলকে জয়ের পথে এগিয়ে দেন অনেকটা পথ।

আব্দুল্লাহ আল মামুন মাত্র ১২ বলে ৪ ছক্কায় ঝড়ে বেগে ২৯ রানের আরেক ইনিংস খেলে দিলে জয়ের খুব কাছে পৌঁছে যায় রংপুর। নাইম ও আল মামুনের সাজিয়ে দেয়া পথে হেঁটে রংপুরকে জয়ের লক্ষ্যে পৌছে দেন অধিনায়ক আকবর আলী (৯ বলে ১১ নট আউট )।

 

সিলেট: ১২০/৬ , ২০ ওভার (তৌফিক খান তুষার ১২, জিসান আলম ৩১, তোফায়েল ৫১, আরিফ আহমেদ ২/১৭, এনাম ২/১০)

 

রংপুর: ১২৪/৫ , ১৫.৪ ওভার ( চৌধুরী রেজওয়ান ১০, তানবির হায়দার ১৬, নাইম ইসলাম ৫০, আব্দুল্লাহ আল মামুন ২৯, আকবর আলী ১১ নট আউট, এবাদত হোসেন ২/১০, তোফায়েল ও আসাদুল্লাহ গালিব একটি করে উইকেট)।

ফল: রংপুর ৫ উইকেটে জয়ী।