NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

আল্লু অর্জুনের জামিন পেতে শাহরুখ খানের নাম


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৭ পিএম

আল্লু অর্জুনের জামিন পেতে শাহরুখ খানের নাম

আল্লু অর্জুনের সব সফলতার তুলনা করতে উঠে আসে শাহরুখ খান প্রসঙ্গ। এবার দক্ষিণী সিনেমার এ সুপারস্টারকে গ্রেফতারের পর জামিন পেতেও উঠে আসে শাহরুখ খানের নাম। শুক্রবার (১৩ ডিসেম্বর) কিং খানের প্রসঙ্গ উত্থাপন করতেই জেল ছাড়া পেলেন আল্লু।

গতকাল (১৩ ডিসেম্বর) কারাগারে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই জামিনে ছাড়া পেয়েছেন আল্লু অর্জুন। ব্যাপারটিকে অনেকেই নাটকীয় ঘটনা বলে মনে করছেন। এখনো এ নিয়ে তুমুল আলোচনা চলছে অনুরাগীদের মাঝে। এ দক্ষিণী তারকার জামিনের সঙ্গে অদ্ভূতভাবে উঠে এসেছে বলিউড বাদশা শাহরুখ খানের নাম।

 

ব্যাপারটি আরও খোলাসা করে জানা যাক। ২০১৭ সালের জানুয়ারিতে শাহরুখ খানও একবার আল্লু অর্জুনের মতো এরকম একটি মামলায় বিতর্কে পড়েছিলেন। সে সময় ‘রইস’ সিনেমার প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে গুজরাট যাচ্ছিলেন বলিউড বাদশা। ভদোদরায় শাহরুখ খানকে দেখতে উপচেপড়া ভিড় হয়েছিল। এ সময় তাকে দেখতে আসা জনসমুদ্রের মাঝে বলিউড সুপারস্টার কিছু টি-শার্ট ছুঁড়ে মেরেছিলেন। সেগুলো লুফে নেওয়ার চেষ্টায় হুড়োহুড়ি পড়ে যায়। ফলে সেখানে মুহূর্তেই পদপিষ্ট এক অনুরাগী মারা যান।

এ কারণে শাহরুখ খানের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয়। শীর্ষ আদালত জানিয়েছিল, শাহরুখ খান সেলিব্রিটি হলেও আর পাঁচজন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে। তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য তাকে দায়ী করা ঠিক হবে না।

 

শাহরুখের মতোই এবার আল্লু অর্জুনের সঙ্গে ঘটেছে একই ঘটনা। আদালতে এদিন আল্লু অর্জুনের আইনজীবী শাহরুখ খানকে বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান। সেখানে লেখা ছিল, ‘পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনো সংযোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই ঘটেছে। অভিনেতা দোতলায় ছিলেন। আর ওই নারী অনুরাগী থিয়েটারের নিচতলায় ছিলেন।’

আইনজীবী আরও জানান, ‘রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান নায়ক আল্লু অর্জুন। সেখানে আল্লু অর্জুন আসছেন বলে তো পুলিশও জানত। পুলিশ বা থিয়েটারের পক্ষ থেকে আগাম পরিস্থিতি বুঝেও কেনো অভিনেতাকে সতর্ক করেনি। কিংবা আসতে নিষেধ করেননি।’

শাহরুখ খানের ঘটে যাওয়া সেই ঘটনার উদাহরণ শোনার পর আদালত জানায়, ‘আমরা নির্দিষ্ট সময়ের জন্য জামিন মঞ্জুর করব।‘ এরপরই ৫০ হাজার রুপি বন্ডে অন্তর্বর্তী জামিন পান অভিনেতা আল্লু অর্জুন।

 

‘পুষ্পা-২’ সিনেমার সাফল্য যখন তুঙ্গে তখন গতকাল আল্লু অর্জুনের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী অনুরাগীর। তার ৯ বছর বয়সী ছেলে এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার কারণে আল্লু অর্জুনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলায় গতকাল তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করে দক্ষিণী এ তারকাকে।

আদালতে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। এর পরই সন্ধ্যা আল্লু অর্জুনকে হায়দারাবাদের চঞ্চলগুড়া জেলে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েকঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান এ অভিনেতা। তবে সময়মতো রিলিজ অর্ডার জেলে না আসায় গত রাতটি তার কারাগারে কাটাতে হয়েছে।

 

আজ (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে চঞ্চলগুড়া জেলের পেছনের দরজা থেকে বেরিয়ে আসতে দেখা যায় ‘পুষ্পা’কে। আল্লুকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন তার বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। এদিন সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমি দুঃখিত এবং শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’