NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সৌম্যর


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ এএম

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সৌম্যর

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে ধবলধোলাই হলেও ব্যাটিংটা ভালোই করেছে বাংলাদেশ। তার প্রমাণ প্রতিপক্ষের বিপক্ষে দুটি ম্যাচে ২৯৪ ও রেকর্ড ৩২১ রানের সংগ্রহ। তবে বোলারদের ব্যর্থতায় তা কাজে আসেনি।

টি-টোয়েন্টি সিরিজে সেই হতাশা ভোলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করছেন সৌম্য সরকারও। আজ বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় তেমনটাই বলেছেন বাংলাদেশি ওপেনার।

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সৌম্য বলেছেন, ‘কারা বড় দল, কারা ছোট দল, সেটা থেকে বড় কথা হচ্ছে কারা ২০টা ওভার ভালো খেলবে, কারা ৪০টি ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে।

আমরা যদি তিনটি দিকই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) ভালো করতে পারি, দল হিসেবে যদি খেলতে পারি, আশা করি তাদের আমরা আরামে হারাতে পারব। তারা টি-টোয়েন্টিতে ভালো দল। তবে তাদের থেকে আমাদের মনোযোগ দিতে হবে, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারলে ম্যাচ জিততে পারব আমরা।’

 

ওয়ানডে সিরিজ নিয়ে সৌম্য বলেছেন, ‘দুই একটা সিরিজ বাদে ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো করে আসছিলাম।

এই সিরিজে ভালো দিক হচ্ছে আমরা ব্যাটাররা তিন শ রান করতে পেরেছি। বোলাররা সব সময় ভালো করে আসছিল। এই সিরিজটাতে তারা সংগ্রাম করেছে। আমার কাছে মনে হয়, আশা করি সামনে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। তার পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই।
সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বোলার-ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’ 

 

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ১৬ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটিও এই মাঠেই ১৮ ও ২০ ডিসেম্বর।