NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

কালজয়ী সিনেমার রিমেকে জেনিফার, মুক্তি পাবে উৎসবে


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৫ পিএম

কালজয়ী সিনেমার রিমেকে জেনিফার, মুক্তি পাবে উৎসবে

হলিউডে ১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল ‌‘কিস অব দ্য স্পাইডার উইমেন’ সিনেমাটি। সেটি একদিকে যেমন বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল তেমনি পেয়েছিল প্রশংসাও। সময়ের পরিক্রমায় এটি আইকনিক একটি ক্লাসিক সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

আবারও ফিরে আসছে সেই সিনেমাটি। নতুন করে এটি নির্মাণ করবেন বিলি কনডন। এতে প্রধান নারী চরিত্র অরোরার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ।

 

নতুন খবর হলো, ম্যানুয়েল পুইগের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি সিনেমাটি ২০২৫ সালের সান্ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে বলে জানা গেছে।

এই সিনেমায় লোপেজের অংশগ্রহণ ইতিমধ্যেই বড় ধরনের আলোচনা সৃষ্টি করেছে। তার ভক্ত ও সমালোচকরা উন্মুখ হয়ে আছেন তাকে মোলিনার স্বপ্নের চরিত্র অরোরুরূপে অভিনয় করতে দেখার জন্য। রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রত্যাশিত স্বাধীনতা, রোমান্স ও ভালোবাসার মতো অনুভূতিপ্রবণ বিষয়গুলোকে স্পষ্ট করে ছবিটিতে ফুটিয়ে তোলা হবে। লোপেজের তারকাখ্যাতি এবং সিনেমার পরিবর্তনশীল দৃশ্যপটগুলো ছবিতে নতুন একটি দৃষ্টিভঙ্গি আনবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ নামের জনপ্রিয় উপন্যাসটি রচনা করেন মানুয়েল পুইগ। এটি ১৯৭৬ সালে প্রকাশ হয়। সেটিকে উপজীব্য করে ১৯৮৫ সালে নির্মিত হয় একই নামের সিনেমায়। সেটি পরিচালনা করেন হেক্টর ব্যাবেনকো। উপন্যাসের প্রধান তিনটি চরিত্র লুইস মোলিনা চরিত্রে উইলিয়াম হার্ট, ভ্যালেনটিন আরেগুই চরিত্রে রাউল জুলিয়া ও অরোরা বা স্পাইডার ওম্যান চরিত্রে সোনিয়া ব্রাগা অভিনয় করেন।