NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

আন্তর্জাতিক ক্রিকেটকে এবার সত্যি বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে এবার সত্যি বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার

অবসর আগেও একবার নিয়েছিলেন ইমাদ ওয়াসিম। দল চাওয়ায় পরে অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন পাকিস্তানের অলরাউন্ডার। তবে এবার সত্যি সত্যি আন্তর্জাতিক ক্রিকেটে আর না ফেরার ঘোষণাই দিয়েছেন তিনি।

আজ সামাজিক মাধ্যম এক্সে অবসর নেওয়ার ঘোষণা দেন ইমাদ।

তিনি বলেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের। সবুজ জার্সির প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয় হয়ে থাকবে।’

 

সমর্থক-দর্শকদের ধন্যবাদ জানিয়ে আরো কিছুদিন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কথা জানিয়েছেন ইমাদ।

বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘এই অধ্যায় শেষে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যাত্রা দীর্ঘ করতে মুখিয়ে আছি। আশা করি আপনাদের আনন্দিত করতে পারব।’

 

গত বছরের নভেম্বরে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাদ। পরে ফিরে এসে ক্যারিয়ারটা ৯ বছরের করেছেন তিনি।

২০১৫ সালে অভিষেক হওয়া ইমাদ সীমিত ওভারে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৩২ টি। সব মিলিয়ে ১৫৪০ রানের বিপরীতে উইকেট নিয়েছেন ১১৭ টি। ৩৫ বছর বয়সী ব্যাটার দলের সঙ্গে জিতেছেন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।