NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

৭ গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় চেলসির


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৩ পিএম

৭ গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় চেলসির

শুরুতেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল হজম। টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলতে গিয়ে বড় ধাক্কাই খেয়েছিল চেলসি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো এনজো মারেস্কার দল।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার নাটকীয় লড়াইয়ে স্বাগতিকদের ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেলো তারা।

 

১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৫ নিয়ে শীর্ষে লিভারপুল। ফুলহ্যামের সঙ্গে ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।

ফুলব্যাক মার্ক কুকুরেইয়ার হাস্যকর দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি; পঞ্চম মিনিটে ডোমিনিক সোলাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান।

১৭তম মিনিটে কুকুরেইয়ার পাস ধরেই অবশ্য বক্সের বাইরে থেকে জোরালো শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

 

বিরতির পর আমূল বদলে যায় চেলসি। একের পর এক আক্রমণ করতে থাকে। ৫৯তম মিনিটে একুয়েডরের মিডফিল্ডার মোইজে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন পালমার।

৭৩তম মিনিটে পালমারের আরেকটি চেষ্টা। এবার তার নেওয়া শট রক্ষণে বাধা পায়, প্রতিপক্ষের পায়ে লেগে যাওয়া বল পেয়েই বুলেট গতির ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেস।

 

১০ মিনিট পর বক্সে ফাউলের শিকার হন পালমার। রেফারি বাঁশি বাজালে তিনিই পেনাল্টিতে শট নেন। ব্যবধান ৪-২ করে চেলসি। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে টটেনহ্যামের হারের ব্যবধান একটু কমান সন হিউং-মিন।