NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

নেইমারের ফেরার ব্যাপারে অধৈর্য হতে চান না দরিভাল


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৭ এএম

নেইমারের ফেরার ব্যাপারে অধৈর্য হতে চান না দরিভাল

বিশ্বকাপ বাছাই পর্বে ভালো অবস্থানে নেই ব্রাজিল। কোপা আমেরিকায় ব্যর্থতার পর এই মাসে বাছাই পর্বে হেরেছে প্যারাগুয়ের বিপক্ষেও। দলের এমন পরিস্থিতিতে সবাই তাকিয়ে নেইমারের ফেরার দিকে। কিন্তু তাকে বাদ দিয়েই আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে দরিভাল জুনিয়র।

 

 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে এবং ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল দল। দুটি ম্যাচ হবে সান্তিয়াগো ও ব্রাসিলিয়ায়।

দরিভাল ব্রাজিল দলে পাচ্ছেন না গত বছরের অক্টোবর থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে। কয়েক দিন আগে আল হিলালের কোচ জানিয়েছিলেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।

 

নেইমারকে দলে না রাখার ব্যাপারে দরিভাল বলেন, ‘আমরা জানি সে (নেইমার) কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবরে, নভেম্বরে নাকি একেবারে ফেব্রুয়ারিতে ফিরবে এটা ব্যাপার না।

তাকে পুরোপুরি সেরে উঠে শতভাগ আত্মবিশ্বাসী হতে দিতে হবে।’

 

নেইমার না থাকলেও দলে ফেরানো হয়েছে বার্সেলোনা উইঙ্গার রাফিনহা ও আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। আছেন রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক। দরিভালের দলে আছেন দুই নতুন মুখও। একজন হচ্ছে ফরাসি ক্লাব লিওঁতে খেলা আবনের এবং অন্যজন বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস।

 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : আলিসন, বেন্তো, এদেরসন।

রক্ষণভাগ : দানিলো, আবনের, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস।

মিডফিল্ডার :  আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা।

আক্রমণভাগ : রদ্রিগো, এনদ্রিক, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া।