NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

বাড়ির দাম কমলেও ভাড়া বেড়েছে কানাডায়


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:১৭ পিএম

বাড়ির দাম কমলেও ভাড়া বেড়েছে কানাডায়

আর্ন্তজাতিক ডেস্ক: কানাডায় বাড়ির দাম কমছে। তবে এতে স্বস্তির সুযোগ নেই ভাড়াটিয়াদের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বাড়ির দাম কমলেও বাড়ি ভাড়া অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী।

কভিড-১৯ মহামারীর কারণে টানা দুই বছর আবাসন খাতে মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা চলছিল। বর্তমানে তা কিছুটা স্তিমিত হয়ে এলেও কানাডায় বাড়ি ভাড়া বেড়েছে।

বছরের শুরু থেকেই দেশটিতে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ১৩ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। এছাড়া গত বছরের তুলনায় এ বছর টরন্টোয় বাড়ি ভাড়া ১৮ দশমিক ৫ ও ভ্যানকুভারে বাড়ি ভাড়া ১৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।

এ বিষয়ে ভ্যানকুভারের ম্যাকডোনাল্ড রিয়েলটির প্রেসিডেন্ট ড্যান স্ক্যারো বলেন, সুদহার বৃদ্ধির কারণে বাড়ির চাহিদায় কোনো পরিবর্তন আসেনি। বাড়ি কেনার চাহিদার পরিবর্তে বাড়ি ভাড়া নেয়ার চাহিদা বেড়েছে।

অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির হার মোকাবেলায়ব্যাংক অব কানাডা সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করে। জুনে দেশটিতে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮ দশমিক ১ শতাংশে, যা গত চার দশকের সর্বোচ্চ।