NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো বার্সেলোনা সমালোচিত নায়িকা, ‘দ্য রয়্যালস’ সিরিজের ১১টি ভুল পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব
Logo
logo

সান্ত্বনার জয়ে ধবলধোলাই এড়াল শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ এএম

সান্ত্বনার জয়ে ধবলধোলাই এড়াল শ্রীলঙ্কা

প্রথম দুই টেস্ট হেরে সিরিজ আগেই খুইয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় ও শেষ টেস্টে তারা নেমেছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে। ৮ উইকেটের সান্ত্বনার জয়ে সেই লক্ষ্যে সফলও হয়েছে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার দল। ২০১৪ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছে শ্রীলঙ্কা।

 

ওভাল টেস্টে ২১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ৩৯ রানে দিমুথ করুণারত্নে (৮) ড্রেসিংরুমে ফেরেন। ওপেনিং সঙ্গী ফিরলেও কুশল মেন্ডিজের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন পাথুম নিশাঙ্কা। ৩৯ রানে উইকেটরক্ষক-ব্যাটার মেন্ডিজ আউট হলে জয়ের বাকি কাজটুকু অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে সারেন নিশাঙ্কা।

 

শ্রীলঙ্কাকে ৮ উইকেটের জয় এনে দেওয়ার পথে তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন ম্যাথুস-নিশাঙ্কা। ম্যাথুসের ৩২ রানের বিপরীতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন নিশাঙ্কা। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার দ্বিতীয় সেঞ্চুরি যখন পেলেন তত দিন ৩ বছরের বেশি সময় পেরিয়ে গেছে।

দ্বিতীয় সেঞ্চুরি পেতে বেশ সময় লাগলেও ১১ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে ছন্দেই ছিলেন তিনি। ক্যারিয়ারের ৫ ফিফটির একটি তো প্রথম ইনিংসেই পেয়েছেন।

 

প্রথম ইনিংসের ৬৪ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ১২৭ রানে অপরাজিত থাকেন নিশাঙ্কা। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ১৩ চারে। ২৬ বছর বয়সী ওপেনারের সেঞ্চুরির আগে অবশ্য জয়ের অর্ধেক কাজটা সেরে রাখেন শ্রীলঙ্কার বোলাররা।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৫৬ রানে অলআউট করে। প্রতিপক্ষকে অল্পতে আটকাতে লঙ্কানদের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন লাহিরু কুমার (৪ উইকেট) ও বিশ্ব ফার্নান্দো (৩ উইকেট)।

 

এর আগে ওলি পোপের (১৫৪) সেঞ্চুরি ও বেন ডাকেটের (৮৬) ফিফটিতে প্রথম ইনিংসে ৩২৫ রান করে ইংল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে নিশাঙ্কা (৬৪)-ধনঞ্জয়া (৬৯)-কামিন্দু মেন্ডিসের (৬৪) ফিফটিতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৬৩ রান করে। শ্রীলঙ্কার কাছে তৃতীয় টেস্ট হারার আগে দ্বিতীয় ও প্রথমটি ১৯০ রানে এবং ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড।