NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো বার্সেলোনা সমালোচিত নায়িকা, ‘দ্য রয়্যালস’ সিরিজের ১১টি ভুল পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব
Logo
logo

উরুগুয়েকে হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৪:৪৮ এএম

উরুগুয়েকে হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার

গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পা রেখেছে ব্রাজিল। নকআউটে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট উরুগুয়ে। কিন্তু তাদের নিয়ে ভাবছেনই না ব্রাজিলের লেফট ব্যাক ওয়েনডেল। সেমিতে উঠার লড়াইয়ে প্রতিপক্ষকে হুমকি দিয়েছেন এই ডিফেন্ডার।

 

গ্রুপ পর্বে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে হতাশ ভক্ত সমর্থকেরা। শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। শেষ ম্যাচে এমন পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দরিভালের শিষ্যরা। তবে সেখানে আশার কথা জানিয়েছেন ওয়েনডেল।

কোয়ার্টার-ফাইনালে নিজেদের আসল শক্তি দেখানোর প্রত্যয় জানিয়ে সমর্থকদের উদ্দেশ্যে এই ডিফেন্ডারের ভাষ্য, ‘আপনারা ব্রাজিলিয়ান ফুটবলের শক্তি দেখতে পাবেন। আমরা খুব শক্তিশালী প্রতিপক্ষের প্রত্যাশা করছি, কিন্তু তারাও (উরুগুয়ে) ব্রাজিল ফুটবলের শক্তি দেখতে পাবে।’

 

নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন পোর্তোর এই ডিফেন্ডার। গ্রুপ পর্বে অপরাজিত থাকাকেই বড় করে দেখছেন তিনি, ‘গ্রুপ পর্বে আমরা একটি ম্যাচ জিতেছি এবং দুটি ম্যাচ ড্র করেছি ।

টুর্নামেন্টে এখনো অপরাজিত রয়েছি আমরা। আমরা উরুগুয়ে কিংবা অন্য যেকোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রস্তুত।’

 

এদিকে উরুগুয়ের বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।

আগামী রবিবার (৭ জুলাই) লাস ভেগাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিল।