NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

২৪ জিম্মির মুক্তির বিনিময়ে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

২৪ জিম্মির মুক্তির বিনিময়ে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল

হামাস শুক্রবার গাজায় রেড ক্রসের কাছে ২৪ জিম্মিকে হস্তান্তর করেছে, যার মধ্যে ১৩ ইসরায়েলি, ১০ থাই এবং একজন ফিলিপিনো। পাশাপাশি ৩৯ ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দিয়েছে ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির অধীনে এ বিনিময় হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে লিখেছেন, ‘যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৩ জন ইসরায়েলি, ১০ জন থাই নাগরিক এবং একজন ফিলিপিনো নাগরিক রয়েছে।

 

 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা তালিকা অনুসারে, মুক্তি পাওয়া ১৩ ইসরায়েলি জিম্মির মধ্যে চার শিশু ও ছয়জন বৃদ্ধ নারী ছিলেন। শিশুদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে। বৃদ্ধ নারীদের বয়স ৭০ বছরেরও বেশি। মুক্তি পাওয়া ১৩ জিম্মির মধ্যে আটজন তিনটি পরিবারের সদস্য।

 

 

এ ছাড়া ইসরায়েলি কারাগারে আটক ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশু বন্দিকেও জিম্মি বিনিময়ের চুক্তির আওতায় মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান আল আনসারি।

কাতার ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে গাজা থেকে ৫০ জন বেসামরিক জিম্মির মুক্তির চুক্তি করতে গাজায় চার দিনের যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে সমন্বয় করতে তীব্র আলোচনার নেতৃত্ব দিয়েছে। আলোচনার সঙ্গে সম্পর্কিত একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, মুক্তির জন্য নির্ধারিত ৫০ জন ইসরায়েলি জিম্মি ছাড়াও ১০ জন থাই এবং একজন ফিলিপিনো মুক্তি পেয়েছে।

আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ‘থাই পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর এবং কাতার ও মিসরীয়দের মধ্যস্থতার প্রচেষ্টার পর তাদের মুক্তি নিশ্চিত করা হয়েছে।

 

 

চারদিনের যুদ্ধবিরতিতে এই চুক্তির অধীনে মুক্ত হওয়ার কারণে জিম্মির সংখ্যা স্তিমিত। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর গাজার সামরিকীকৃত সীমান্ত পেরিয়ে ইসরায়েলে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলা চালায়। তেল আবিব বলেছে, সেই হামলায়ীক হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৪০ জন জিম্মি হয়েছে। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় নিরলস বোমা হামলা ও স্থল আক্রমণ শুরু করে। এতে ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে হামাস সরকার জানিয়েছে, যাদের মধ্যে হাজার হাজার শিশুও রয়েছে।

 

 

কাতার বলেছে, প্রাথমিক চার দিনের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য পরিকল্পনা করা হয়েছে, যদি আরো জিম্মি ও বন্দি বিনিময় নিশ্চিত করা যায়।

সূত্র : এএফপি