NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

দুর্ধর্ষ লুকে ‘লেডি সিংহাম’ দীপিকা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

দুর্ধর্ষ লুকে ‘লেডি সিংহাম’ দীপিকা

অবশেষে রোহিত শেঠির কপ ইউনিভার্সে প্রবেশ করলেন দীপিকা পাড়ুকোন! রোহিত-অজয়ের আসন্ন চলচ্চিত্র ‘সিংহাম এগেইন’-এ শক্তি শেঠির চরিত্রে অভিনেত্রীর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সিনেমাটিতে অজয় দেবগনের বোনের ভূমিকায় অভিনয় করবেন দীপিকা।

দীপিকা পাড়ুকোন রোহিত শেঠির পুলিশনির্ভর চলচ্চিত্র সিংহাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘সিংহাম এগেইন’-এ লেডি সিংহামের ভূমিকায় অভিনয় করবেন। রবিবার (১৫ অক্টোবর) অভিনেত্রী ইনস্টাগ্রামে ‘সিংহাম এগেইন’ থেকে তাঁর চরিত্র শক্তি শেঠির সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেন।

 
দীপিকার সেই ছবি রোহিত নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়েছেন, ‘নারী সীতারও রূপ, আবার দুর্গারও। আমাদের পুলিশ ইউনিভার্সের সবচেয়ে নৃশংস ও হিংস্র অফিসার লেডি সিংহাম শক্তি শেঠি, আমাদের দীপিকা পাড়ুকোনের সাথে পরিচিত হোন।’

 

1
‘সিংহাম এগেইন’-এ লেডি সিংহামের ভূমিকায় দীপিকা পাড়ুকোন

রোহিত শেঠি তাঁর প্রথম নারীকেন্দ্রিক কপ ইউনিভার্সে দীপিকা পাড়ুকোনকে লেডি সিংহাম হিসেবে নিশ্চিত করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানের উন্মোচনের সময় দীপিকা লেডি সিংহামের চরিত্রে তাঁর হাঁটার একটি ঝলক শেয়ার করেছিলেন।

 
সেই অনুষ্ঠানে রোহিত জানিয়েছিলেন, “আমরা যে পরবর্তী সিনেমা বানাচ্ছি তা হলো আমাদের কপ ইউনিভার্সের ‘সিংহাম’। প্রায়ই আমাকে জিজ্ঞেস করা হয় ‘লেডি সিংহাম’ কবে আসবে? এবার ‘সিংহাম এগেইন’-এ একজন লেডি সিংহাম আছে (দীপিকা পাড়ুকোনের দিকে ইঙ্গিত করার সময়)। তিনি হলেন পুলিশ ইউনিভার্সের আমার লেডি কপ। আমরা আগামী বছর এটি নিয়ে কাজ করছি।
 

 

কিছুদিন আগেই শুরু হয়েছে তারকায় ঠাসা ‘সিংহাম এগেইন’ সিনেমার শুটিং। ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির শুটিং উপলক্ষে পূজার আয়োজন করা হয়। সামাজিক মাধ্যমে সেই পূজার ছবি শেয়ার করে ‘সিংহাম এগেইন’-এর শুটিং শুরুর খবর দিয়েছেন পরিচালক রোহিত শেঠি। পূজায় উপস্থিত ছিলেন অজয় দেবগন, রণবীর সিংসহ সিনেমার কলাকুশলীরা। অক্ষয় কুমার তখন উপস্থিত ছিলেন না।

 
তবে উপস্থিত না থাকার কারণে তিনি আক্ষেপও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ থেকে অক্ষয় কুমারও তাঁদের সাথে যোগ দিয়েছেন ।

 

‘সিংহাম এগেইন’-এ এবার তারকাদের মিলনমেলা দেখা যাবে। নিজের কপ ইউনিভার্সের সব তারকাকে একজোট করতে যাচ্ছেন রোহিত শেঠি। ‘সিম্বা’ তারকা রণবীর সিংয়ের মতোই ‘সূর্যবংশী’ থেকে বীর সূর্যবংশীর ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার। আর নতুন চমক হিসেবে থাকছেন লেডি সিংহাম দীপিকা।