NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

অগ্রিম টিকিট বিক্রিতে তুমুল সাড়া পাচ্ছে ‘লিও’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

অগ্রিম টিকিট বিক্রিতে তুমুল সাড়া পাচ্ছে ‘লিও’

বিজয়ের আসন্ন তামিল চলচ্চিত্র লিও-এর অগ্রিম বুকিং শুরু হয়েছে শুক্রবার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর একটি প্রতিবেদন অনুসারে, সিনেমাটি ইতিমধ্যেই ১.২ কোটি মূল্যের অগ্রিম বুকিংয়ের রেকর্ড করেছে। লিও মুক্তি পেতে আরও পাঁচ দিন বাকি। তাই বুকিংয়ের সংখ্যাটা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে যে শুক্রবার লিও-এর ৪৪৬টি তামিল শো-এর জন্য ৬৪২২৯ টি টিকিট বিক্রি হয়েছে। যার আনুমানিক মুল্য ১.২০ কোটি রুপি৷ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, চেন্নাই শহর থেকে ৭০ শতাংশ অগ্রিম বুকিং পাওয়া গেছে। মাদুরাই, যেখানে ‘লিও’র ট্রেলার অনেক ধুমধাম করে উন্মোচন করা হয়েছিল, অগ্রিম বুকিংয়ে ৩৪ শতাংশ শেয়ার রেকর্ড করেছে।

1

বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রকাশ হয়েছে ‘লিও’র ট্রেলার।

 
ট্রেলারটি দর্শকদের ‘লিও’র জগতের ভয়ানক অ্যাকশনের আভাস দিয়েছে। প্রকাশের পরপরই তুমুল সাড়া পেয়েছে ট্রেলারটি। থালাপতি বিজয় অভিনীত ‘লিও’ নতুন করে উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মাঝে। ট্রেলারে বিজয়ের চরিত্র এবং সিনেমার প্লট সম্পর্কে বিশদ ধারনা পাওয়া না গেলেও পরিচালক মারকাটারি অ্যাকশনে বুদ রেখেছেন অনুরাগীদের।
 

 

লিও সহ-প্রযোজনা করেছে এসএস ললিত কুমারের সেভেন স্ক্রিন স্টুডিও এবং জগদীশ পালানিসামি। লিওর সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ট্রেলারেই দুর্দান্ত সংগীতের আভাস পেয়েছে দর্শকরা।

বিজয় ছাড়াও, লিওতে আরও অভিনয় করেছেন ত্রিশা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, স্যান্ডি এবং মাইস্কিন। ত্রিশা কৃষ্ণানের সঙ্গে ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন বিজয়।

 
ঘিলি এবং থিরুপাচির মতো চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছেন দুজন। তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত কুরুভি’তে।

 

১৯ অক্টোবর মুক্তি পাবে লিও।