NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

পর্দায় ফিরছেন আমির, সঙ্গী জেনেলিয়া


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

পর্দায় ফিরছেন আমির, সঙ্গী জেনেলিয়া

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন আমির খান। সম্প্রতি নিজের আসন্ন সিনেমার নাম ঘোষণা করেছেন আমির। ‘সিতারে জামিন পার’ নামে এই চলচ্চিত্রে আমির প্রধান ভূমিকায় অভিনয় করবেন কি না তা নিয়ে সংশয় থাকলেও সর্বশেষ প্রকাশিত কিছু প্রতিবেদন অনুসারে আমির খানই প্রধান ভূমিকায় অভিনয় করছেন।

 
আর আমিরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।

 

গত বছর ‘লাল সিং চাড্ডা’-এর ব্যর্থতার পর আমির খান অভিনয়জগৎ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। তবে ভক্তদের অনুরোধে ফের পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের পরবর্তী প্রকল্পের নামও ঘোষণা করেছেন আমির।

 

 

1
জেনেলিয়া ডি সুজা

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেছেন, “আমি প্রকাশ্যে এটি সম্পর্কে কথা বলিনি এবং আমি এখনো বেশি কিছু বলতে পারব না। তবে শিরোনাম বলতে পারি। সিনেমার নাম ‘সিতারে জামিন পার’। আপনারা নিশ্চয়ই আমার ‘তারে জামিন পার’ সিনেমাটি মনে রেখেছেন এবং এটির নাম ‘সিতারে জামিন পার’, কারণ আমরা একই থিম নিয়ে এগিয়েছি।

 
‘তারে জামিন পার’ ছিল একটি আবেগঘন সিনেমা, যা আপনাদের কাঁদিয়েছে। তবে ‘সিতারে জামিন পার’ আপনাদের হাসাবে, বিনোদন দেবে।”

 

এদিকে ‘সিতারে জামিন পার’-এ আমিরের সঙ্গে প্রধান নারী ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন জেনেলিয়া। নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনো নাম ঘোষণা না হলেও, সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে আমিরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে জেনেলিয়াকে। অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটাও আমিরের হাত ধরেই হয়েছিল।

 
আমিরের ব্যানারে নির্মিত ‘জানে তু ইয়া জানে না’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন জেনেলিয়া। আমির খানের ভাগ্নে ইমরান খানের সঙ্গে জুটি বেঁধেই বলিউডে অভিষেক হয় তার। এবার আমিরের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন জেনেলিয়া।