NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

নিউইয়র্কে আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও কণ্ঠশিল্পী রানো নেওয়াজের কন্যা জারিন’র জন্মদিন উদযাপিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৩ এএম

নিউইয়র্কে আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও কণ্ঠশিল্পী রানো নেওয়াজের কন্যা জারিন’র জন্মদিন উদযাপিত

নিউইয়র্ক : নিউইয়র্কে সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ এবং সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক কণ্ঠশিল্পী রানো নেওয়াজের একমাত্র মেয়ে সাদিয়া নেওয়াজ (জারিন) এর জন্মদিন উদযাপিত হয়েছে।



সাদিয়া নেওয়াজ জারিনের জন্মদিনে অভিন্দন জানিয়ে বক্তব্য দেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, কন্ঠশিল্পী মোস্তফা অনিক রাজ, সমাজকর্মী কাজী সাখাওয়াত হোসেন আজম, সাপ্তাহিক আজকালের বানিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিক, জেমিনি পত্রিকা সম্পাদক বেলাল আহমেদ, জেবিবিএর সভাপতি হারুণ ভূইয়া ও সাধারণ সম্পাদক জেড আলম নমি, ফটো সাংবাদিক নীহার সিদ্দিক  প্রমূখ। এছাড়াও শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত থেকে জারিনকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান।
বাবা শাহ নেওয়াজ এবং মা রানো নেওয়াজ মেয়ের জন্মদিনে শুভ কামনা করে এবং একগুচ্ছ ফুল দিয়ে বলেন, সুস্থ্য থেকো, ভালো থেকো। জীবন থেকে আরও একটি বছর তুমি করলে পার, সত্যিকারের মানুষ হয়ে ওঠো এই কামনা করছি বারবার।
জারিনের জন্মদিনে সুন্দর আগামীর পথচলাকে শুভাশীষ জানিয়ে  অন্যান্যরা তাদের বক্তব্যে বলেন, আজকেরই এই দিনে সবকিছু হোক নতুন করে। সুখের স্মৃতিটুক থাক কাছে। আর সমস্ত দু:খগুলো যাক দুরে। তোমার জীবন শুরু হোক নতুন করে।