NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

জওয়ান ঝড়েও ভালো ব্যব্সা করছে ‘ফুকরে ৩’


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

জওয়ান ঝড়েও ভালো ব্যব্সা করছে ‘ফুকরে ৩’

ভারতে এখন ‘জওয়ান’ ঝড় চলছে। মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমা হলে দাপট ধরে রেখেছে শাহরুখ খানের সিনেমাটি। ইতোমধ্যে ৬০০ কোটি আয়ের কাছাকাছি জওয়ান। জওয়ানের সঙ্গে প্রতিযোগিতার সাহস কেউ না দেখালেও চলতি সপ্তাহে ভারতে মুক্তি পেয়েছে ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র।

 
এর আগের দুটি চলচ্চিত্র বেশ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পেয়েছে ‘ফুকরে ৩’। আর মুক্তির পর প্রত্যাশা অনুযায়ী বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি। বিশেষ করে জওয়ানের সঙ্গে পাল্লা দিয়ে বেশ ভালো আয় করছে এটি।
 

 

বৃহস্পতিবার ভারতে মুক্তির প্রথম দিন ৮.৮২ কোটি আয় করার পর সিনেমাটি এখন পর্যন্ত ঘরোয়া বক্স অফিসে ২৮.৩ কোটি রুপি আয় করেছে। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘ফুকরে ৩’ প্রথম সপ্তাহে সম্ভবত ৪২ কোটিরও বেশি আয় করতে পারে। 

1

পোর্টাল অনুসারে,  ‘ফুকরে ৩’ শুক্রবার দ্বিতীয় দিনে ৭.৮১ কোটি আয় করেছে। তৃতীয় দিন শনিবার আয় ৪৯.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 
শনিবার ১১.৬৭ কোটি আয় করেছে সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, রবিবার কমেডি ফিল্মটি ঘরোয়া বক্স অফিস সংগ্রহে প্রায় ১৪ কোটি রুপি যোগ করতে পারে।

 

২৮ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে ৩’ ভক্ত এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। যেখান থেকে ফুকরের দ্বিতীয় সিনেমাটি শেষ হয়েছে, সেখান থেকেই ফুকরের তৃতীয় কিস্তির গল্প শুরু হয়েছে। 

২০১৩ সালে মুক্তি পায় পুলকিত সম্রাট ও রিচা চাড্ডার ‘ফুকরে’।

 
সিনেমাটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায়। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘ফুকরে রিটার্ন’। সেটিও ব্যাবসায়িকভাবে সফল হয়। এবার মুক্তি পেল ‘ফুকরে ৩’। এতে অভিনয় করেছেন আগের কিস্তির প্রায় অধিকাংশ তারকা। মূল ভূমিকায় রয়েছেন পুলকিত সম্রাট, আলি ফজল, রিচা চাড্ডা, বরুণ শর্মা, মানজোত সিং, পঙ্কজ ত্রিপাঠি।