NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

জায়েদ খান আমার পরিবারে খুবই বিশ্বস্ত : মিষ্টি জান্নাত


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০৭ এএম

জায়েদ খান আমার পরিবারে খুবই বিশ্বস্ত : মিষ্টি জান্নাত

সম্প্রতি একটি লঞ্চের উদ্বোধনে একসঙ্গে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে জায়েদ খানকে নিয়ে নিজের ও পরিবারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন নায়িকা।

মিষ্টি জান্নাত বলেন, ‘জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না। শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরও আগ্রহ দেখিয়ে যেতে বলে। সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করি।’

সোশ্যাল মিডিয়ার একাধিক ভিডিওতে দেখা যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে জায়েদ খানের সঙ্গে যাচ্ছেন মিষ্টি জান্নাত। প্রচণ্ড ভিড়। সাধারণ মানুষ তাদের ঘিরে ধরেছে। একসময় জায়েদ খানের হাত ধরে লঞ্চে ওঠেন তিনি।

এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম। এর আগে বিদেশে উঠেছি। তবে দেশে এটিই আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য। সে আমার হাত ধরে ছিল বলে আমার সাহস হয়েছে। নাহলে সম্ভব হতো না।’ কথা বলার সময় জায়েদ খান এ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘ চার বছর বড় পর্দায় মুক্তি পেয়েছে মিষ্টি জান্নাত অভিনীত চলচ্চিত্র ‘ফুলজান’। গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। এতে আরও অভিনয় করেছেন সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, ইসমাইল খান, শিলা, পাপিয়া, রাকিব, প্রশান্ত প্রমুখ।