লেখিকাঃ- রহিমা নৌমিত মিমি 

 

আজ সেই ২৫শে জুন

হিংসাত্মক বাহিনী মনে মনে হবে খুন,

হয়ে গেল সেতু সম্পুর্ন 

থাকলো না বড় প্রজেক্ট অপূর্ণ। 

 

কত ট্রল, কত হাসি

থেমে থাকেনি তবু সেতুর কাজ,

গালমন্দ, নিন্দা করেও

উদ্বোধন  হবে সেই সেতু আজ।

 

শত অপমান, শত মানহানি 

তর্ক-বিতর্ক করেও কাজ থামেনি,

কার টাকায় হলো কাজ

তবুও, জেনে রাখো উদ্বোধন  কিন্তু আজ।

 

পদ্মা সেতু দেশের অহংকার 

ট্রল করা মানুষ গুলো একসময় এই দিয়ে গন্তব্যে হবে পার,

মুখে বলা আর কাজ করা পার্থক্য  অনেক টা ফারাক

যাই হোক এরকম একটা সেতু তারা দ্বাড় করাক।

 

তর্ক-বিতর্ক বাদ দিয়ে খুশি মনে

স্বাগত জানাই নতুন সেতুর কুঁড়িকে,

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ এমন "পদ্মা সেতু" উপহার দেওয়া জন্যে.......

২৫শে জুন এসে গেলো উদ্বোধন  হবে সেতু শুভ ক্ষণে।