এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অনেক অঘটনের দেখাই মিলেছে। শ্রীলঙ্কার কাছে নামিবিয়ার হার দিয়ে শুরু। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডও হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, বাজিয়েছে তাদের বিদায়ঘণ্টাও। এবার আরও এক অঘটনের জন্ম দিল আইরিশরা। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডকে হারিয়েছে ৫ রানে। তাতে বিশ্বকাপের গ্রুপ-১ এর লড়াইটাও জমিয়ে দিল দলটি।