অলিম্পিকে পাকিস্তানের হয়ে কোনো অ্যাথলেট ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেনি। এবার সেই অপেক্ষা ফুরিয়েছেন আরশাদ নাদিম। সেটিও রেকর্ড গড়ে।
প্যারিস অলিম্পিকে গতকাল পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন আরশাদ।
টোকিও অলিম্পিকে পঞ্চম হওয়ায় নাদিম এবার সোনা জিততে পেছনে ফেলেছেন ভারতের নীরজ চোপরাকে। টানা দ্বিতীয় অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নেমেছিলেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। তবে ৮৯.৪৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রুপাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। আর ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।
সর্বোচ্চ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জিতলেও আরো ভালো করার প্রত্যাশা ছিল আরশাদের। সোনা জয়ের পর পাকিস্তানের ২৭ বছর বয়সী অ্যাথলেট বলেছেন,‘আমি আরো ভালো কিছুর (বেশি দূরত্ব) প্রত্যাশা ও আশা করেছিলাম। তবে ৯২.৯৭ মিটারে আমি খুশি। এটি আমাকে সোনা এনে দিয়েছে। সোনা জয়ের কৃতিত্ব আমার কোচকে দিবো।