NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

অলিম্পিকে পাকিস্তানের হয়ে ইতিহাস গড়লেন জ্যাভলিন খেলোয়াড়


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৩:৪৯ এএম

অলিম্পিকে পাকিস্তানের হয়ে ইতিহাস গড়লেন জ্যাভলিন খেলোয়াড়

অলিম্পিকে পাকিস্তানের হয়ে কোনো অ্যাথলেট ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেনি। এবার সেই অপেক্ষা ফুরিয়েছেন আরশাদ নাদিম। সেটিও রেকর্ড গড়ে।

প্যারিস অলিম্পিকে গতকাল পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন আরশাদ।

জ্যাভলিন থ্রোতে। অলিম্পিকে রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে। আগের রেকর্ড ছিল ৯০.৫৭ মিটার। ২০০৮ বেইজিং অলিম্পিকে রেকর্ডটি গড়েছিলেন নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেন।

 

টোকিও অলিম্পিকে পঞ্চম হওয়ায় নাদিম এবার সোনা জিততে পেছনে ফেলেছেন ভারতের নীরজ চোপরাকে। টানা দ্বিতীয় অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নেমেছিলেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। তবে ৮৯.৪৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রুপাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। আর ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

 

সর্বোচ্চ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জিতলেও আরো ভালো করার প্রত্যাশা ছিল আরশাদের। সোনা জয়ের পর পাকিস্তানের ২৭ বছর বয়সী অ্যাথলেট বলেছেন,‘আমি আরো ভালো কিছুর (বেশি দূরত্ব) প্রত্যাশা ও আশা করেছিলাম। তবে ৯২.৯৭ মিটারে আমি খুশি। এটি আমাকে সোনা এনে দিয়েছে। সোনা জয়ের কৃতিত্ব আমার কোচকে দিবো।

অলিম্পিকে সেরা হতে তিনি আমাকে সহায়তা করেছেন।’