স্পোর্টস ডেস্ক:  তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ শেষে সিরিজের অবস্থা এখন ১-১। যে কারণে শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। দুই দলই সিরিজ জিততে মুখিয়ে আছে।

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

 

ব্রিজটাউনে লো স্কোরিং ম্যাচে  প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় ভারত। ১১৫ রানের সহজ টার্গেট স্পর্শ করতেই তারা হিমশিম খেয়েছিল। তরুণদের সুযোগ দিতে গিয়ে দলের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামিয়ে আনা হয়।

যে কারণে কষ্ট করে জিততে হয়েছে তাদের। দ্বিতীয় ওয়ানডেতে কোহলি-রোহিতকে বিশ্রামে রেখে মাঠে নামা ভারত ১৮১ রানে অল-আউট হয়েছিল। সেই ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

 

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন হারে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

 দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কপিল দেব মনে করেন, রোহিত-কোহলিরা নিজেদের অনেক বড় ক্রিকেটার ভাবেন। তারা মনে করেন, তারা সব জানেন। অন্যদিকে বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ হলেও, বিশ্বকাপের আয়োজক দেশ ভারতকে হারিয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজ দল। তারা এখন শেষ ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে।