স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ শেষে সিরিজের অবস্থা এখন ১-১। যে কারণে শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। দুই দলই সিরিজ জিততে মুখিয়ে আছে।
ব্রিজটাউনে লো স্কোরিং ম্যাচে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় ভারত। ১১৫ রানের সহজ টার্গেট স্পর্শ করতেই তারা হিমশিম খেয়েছিল। তরুণদের সুযোগ দিতে গিয়ে দলের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামিয়ে আনা হয়।
আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন হারে চটেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।