একসঙ্গে অভিনয় করেছেন বলিউড তারকা ঋতিক রোশন ও কঙ্গনা রানওয়াত। প্রেমও হয়েছিল দুজনের। তবে সেই প্রেম থেকে ঝগড়া এবং দ্বন্দ্বও কম হয়নি। সেটা গিয়েছিল আদালত অবধি।
সাংবাদিক ফায়ে ডি’সুজা নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করে কঙ্গনাকে চড় মারার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি নিজের পোস্টে লেখেন, ‘বিমানবন্দরে সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারার পরিপ্রেক্ষিতে বলছি, হিংসা কখনোই উত্তর হতে পারে না।
তবে শুধু ঋতিক রোশনই নন, ‘বলিউড মাফিয়া’ করণ জোহরের শিবিরের সদস্য বলে কঙ্গনা যাকে বারবার আক্রমণ করেছেন, সেই আলিয়া ভাটও এই পোস্টে লাইক করেছেন।
এদিকে কঙ্গনাকে চড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আগেই তার পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি, অনুপম খের, শেখর সুমনরা। এমনকি এ ক্ষেত্রে কঙ্গনার পাশে রয়েছেন একসময়ের প্রাক্তন অধ্যয়ন সুমনও। আর এবার অধ্যয়নের পর কঙ্গনার পাশে দাঁড়ালেন ‘প্রাক্তন’ ঋতিকও।
প্রসঙ্গত, ব্লকবাস্টার ছবি ‘কৃষ-৩’, ‘কাইট’-এর মতো ছবিতে ঋতিক রোশনের সঙ্গে কাজ করেছেন কঙ্গনা রানাওয়াত। সে সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সে প্রেমের কথা কোনো দিনই মানেননি ঋতিক। তবে কঙ্গনার দাবি ছিল, ঋতিক তার সঙ্গে সম্পর্কে ছিলেন। তারপর তাদের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়িও হয়। তবে সে সবই এখন অতীত।