NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

সব ভুলে কঙ্গনার পাশে ঋতিক


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ০৯:২০ পিএম

সব ভুলে কঙ্গনার পাশে ঋতিক

একসঙ্গে অভিনয় করেছেন বলিউড তারকা ঋতিক রোশন ও কঙ্গনা রানওয়াত। প্রেমও হয়েছিল দুজনের। তবে সেই প্রেম থেকে ঝগড়া এবং দ্বন্দ্বও কম হয়নি। সেটা গিয়েছিল আদালত অবধি।

তার পর থেকে কঙ্গনা-হৃতিক তো এখন দুই ভিন্ন মেরুর মানুষ। তবে সেসবই এখন অতীত। কঙ্গনা এখন শুধুই অভিনেত্রী নন, মান্ডির সাংসদ। এর মধ্যে চড়কাণ্ডে কঙ্গনা দিশা হারিয়ে ফেলছেন।
দেশের মানুষও দুই ভাগে ভাগ হয়েছে এ ঘটনায়। তবে এই সময়ে কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন পুরনো প্রেমিক ঋতিক।

 

সাংবাদিক ফায়ে ডি’সুজা নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করে কঙ্গনাকে চড় মারার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি নিজের পোস্টে লেখেন, ‘বিমানবন্দরে সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারার পরিপ্রেক্ষিতে বলছি, হিংসা কখনোই উত্তর হতে পারে না।

বিশেষ করে আমাদের দেশে তো নয়ই, যেখানে গান্ধীর অহিংসার আদর্শ রয়েছে। কারো মতামত এবং বিবৃতির সঙ্গে আমাদের দ্বিমত থাকতেই পারে, তবে সহিংসতার পথে আমরা তার প্রতিক্রিয়া জানাতে পারি না। এটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। কারণ এটা বিপজ্জনক। নিরাপত্তার ইউনিফর্ম পরে কেউ কিভাবে সহিংসতার পথে প্রতিক্রিয়া দেখাতে পারেন! ভাবুন তো, গত ১০ বছরে আমরা যারা ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি তারা যদি বিমানবন্দরে সেই ক্ষমতার সঙ্গে একমত কনস্টেবলদের দ্বারা যদি আমরা আক্রান্ত হই!’

 

তবে শুধু ঋতিক রোশনই নন, ‘বলিউড মাফিয়া’ করণ জোহরের শিবিরের সদস্য বলে কঙ্গনা যাকে বারবার আক্রমণ করেছেন, সেই আলিয়া ভাটও এই পোস্টে লাইক করেছেন।

এমনকি পোস্টে লাইক করেছেন আলিয়ার মা, অভিনেত্রী সোনি রাজদান, জোয়া আখতার, সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুরের মতো সেলিব্রিটিরা। অর্থাৎ তারা সকলেই আজ সাংসদ, কঙ্গনা রানাওয়াতের পাশে দাঁড়িয়েছেন।

 

এদিকে কঙ্গনাকে চড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আগেই তার পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি, অনুপম খের, শেখর সুমনরা। এমনকি এ ক্ষেত্রে কঙ্গনার পাশে রয়েছেন একসময়ের প্রাক্তন অধ্যয়ন সুমনও। আর এবার অধ্যয়নের পর কঙ্গনার পাশে দাঁড়ালেন ‘প্রাক্তন’ ঋতিকও।

প্রসঙ্গত, ব্লকবাস্টার ছবি ‘কৃষ-৩’, ‘কাইট’-এর মতো ছবিতে ঋতিক রোশনের সঙ্গে কাজ করেছেন কঙ্গনা রানাওয়াত। সে সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সে প্রেমের কথা কোনো দিনই মানেননি ঋতিক। তবে কঙ্গনার দাবি ছিল, ঋতিক তার সঙ্গে সম্পর্কে ছিলেন। তারপর তাদের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়িও হয়। তবে সে সবই এখন অতীত।