নিজস্ব প্রতিবেদক
নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী দিদার খান। গানটির কথা ও সুর শিল্পীর নিজের। সংগীতায়োজন করেছেন আনিক সাহান। সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে দিদার খান এর ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিওতে অভিনয় করেছে দেব দিপ ও সাবরিনা ঐশী গানটির ভিডিও পরিচালনা করেছে পাবেল মাহমুদ জয়।
এ প্রসঙ্গে দিদার খান বলেন, এটি আমার ১৪তম মৌলিক গান। গানটি আমার অনেক পছন্দের। অনেক দিন পর ফোক গান করলাম, একটু ভিন্ন ভাবে লেখা ও সুর করার চেষ্টা করেছি, গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি গান ও ভিডিও সবার ভালো লাগবে’
২০১৫ সালে কণ্ঠশিল্পী দিদার খানের প্রথম মৌলিক গান ‘তুমি যেওনা দূরে’ প্রকাশ পায়। গানটি প্রকাশের পর ভালোই সাড়া পেয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালে প্রোটিউনের ব্যানারে প্রকাশিত হয় তার ‘এক জীবনে’ ও ‘রঙিন মন’ শিরোনামের দুটি গান। এরপর ‘প্রেমের সময় প্রেম’, ‘নেশা’, ‘তোমার হাসি’সহ আরও বেশকিছু গান প্রকাশ করেন এই তরুণ শিল্পী।
নতুন গান নিয়ে ফিরলেন দিদার খান
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

.jpg)

বিনোদন রিলেটেড নিউজ

শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু, শাকিবের নীরবতায় রত্নার ক্ষোভ

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী

প্রকাশ্যে প্রিয়া অনন্যার ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’

ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’

উর্দুতে ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে

৪২৪ রানের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

কনসার্টে পহেলগাম নিয়ে মন্তব্য করায় বিপাকে পড়েছেন সনু

নাগা-শোভিতাকে নিয়ে নতুন গুঞ্জন