NYC Sightseeing Pass
Logo
logo

নতুন গান নিয়ে ফিরলেন দিদার খান


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

নতুন গান নিয়ে ফিরলেন দিদার খান



নিজস্ব প্রতিবেদক

নতুন গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী দিদার খান। গানটির কথা ও সুর শিল্পীর নিজের। সংগীতায়োজন করেছেন আনিক সাহান। সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে দিদার খান এর ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিওতে অভিনয় করেছে দেব দিপ ও সাবরিনা ঐশী গানটির ভিডিও পরিচালনা করেছে পাবেল মাহমুদ জয়।


এ প্রসঙ্গে দিদার খান বলেন, এটি আমার ১৪তম মৌলিক গান। গানটি আমার অনেক পছন্দের। অনেক দিন পর ফোক গান করলাম, একটু ভিন্ন ভাবে লেখা ও সুর করার চেষ্টা করেছি, গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি গান ও ভিডিও সবার ভালো লাগবে’

২০১৫ সালে কণ্ঠশিল্পী দিদার খানের প্রথম মৌলিক গান ‘তুমি যেওনা দূরে’ প্রকাশ পায়। গানটি প্রকাশের পর ভালোই সাড়া পেয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালে প্রোটিউনের ব্যানারে প্রকাশিত হয় তার ‘এক জীবনে’ ও ‘রঙিন মন’ শিরোনামের দুটি গান। এরপর ‘প্রেমের সময় প্রেম’, ‘নেশা’, ‘তোমার হাসি’সহ আরও বেশকিছু গান প্রকাশ করেন এই তরুণ শিল্পী।