ডিএনসিসি শিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে দ্রুতই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১৫ অক্টোবর) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পথশিশু উৎসবে তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সব শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। এই ছোট্ট শিশুদের আমাদের দেখে রাখতে হবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছেন তাদের এই শিশুদের পাশে দাঁড়ানো উচিত। সুবিধাবঞ্চিত শিশুরা কোথায় থাকছে, কি খাচ্ছে এসব বিষয়ে খেয়াল রাখা দরকার।
আজকের এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, সঠিক পরিচর্যা পেলে এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সবাই এগিয়ে এলে শিশুদের যত্ন নিলে এরা আর পথে থাকবে না। এই শিশুরাই একসময় সম্পদে পরিণত হবে। সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবান মানুষেরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটবে।
জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ করায় তাদের ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ। ডিএনসিসিও শিশুদের পাশে সবসময় থাকবে। তাদের পড়াশোনার জন্য ডিএনসিসি থেকে প্রাথমিকভাবে চল্লিশ জন শিশুকে বৃত্তি দেওয়া হবে। দ্রুতই বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু হবে।
এ সময় মেয়র মো. আতিকুল ইসলাম উৎসবে অংশ নেওয়া শিশুদের সঙ্গে মিশে আনন্দ ভাগাভাগি করেন।