শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে গতকাল শুক্রবার শুরু হয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত চল্লিশতম এই সম্মেলন চলবে আগামীকাল রোববার পর্যন্ত।
কিশোর ও সাধারণ বিভাগের গানের প্রতিযোগিতার সঙ্গে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, গীতি আলেখ্য, কবিতার শিল্পিত উচ্চারণসহ বহুমাত্রিক আয়োজনে সাজানো হয়েছে এই বার্ষিক অধিবেশন। সঙ্গে চলবে প্রতিনিধি সম্মেলন।
গতকাল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ সৈয়দ আকরম হোসেন। উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।
উদ্বোধনী আয়োজনে আলোচনা শেষে পরিবেশিত হয় আতিউর রহমান রচিত সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক গীতি আলেখ্য। দুপুরে কিশোর বিভাগের প্রতিযোগিতার পর সন্ধ্যায় পরিবেশিত হয় ‘তোমায় নতুন করে পাব’ শীর্ষক গীতি আলেখ্য। এরপর ছিল সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।
আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিন ‘সম্প্রীতির সমাজ গঠনে সংস্কৃতির দায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মিলন পরিষদের সহসভাপতি ড. সারওয়ার আলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন নাসির উদ্দীন ইউসুফ ও অধ্যাপক সাধন ঘোষ।
সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে রোববার বিকেল সাড়ে ৪টায়। সেদিন প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ ও কথাশিল্পী অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সমাপনী অধিবেশনে রবীন্দ্র পদক দিয়ে গুণী-সম্মাননা জানানো হবে শিল্পী, শিক্ষক ও সংগঠক সঙ্গীতসাধক নীলোৎপল সাধ্য ও মিতা হককে।