কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত যাতায়াতে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও কসোভো। মঙ্গলবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-কসোভোর প্রথম ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ঢাকার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে প্রিস্টিনার পক্ষে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি নেতৃত্ব দেন। মোমেন-আহমেতি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এফওসি বৈঠকে দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি চুক্তি ও এমওইউ স্বাক্ষর করার বিষয়ে আলোচনা করেছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী কসোভোতে জাতিসংঘ মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রশংসা করেন।
চার দিনের সফরে রোববার ঢাকায় আসেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম কর্মসূচিতে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একই দিন তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।
আহমেতি সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১২ অক্টোবর) তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার ঢাকা ছেড়ে যাবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী।