বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির সহকারী সচিব শেখ শফি উদ্দিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়েছে। বর্তমান নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।
প্রতিষ্ঠান দুটির পরিবর্তিত নাম ব্যবহারের ক্ষেত্রে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।