NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

শেখ পরিবারের নামে থাকা দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৮ পিএম

শেখ পরিবারের নামে থাকা দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির সহকারী সচিব শেখ শফি উদ্দিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত দুই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়েছে। বর্তমান নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

আর বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টুংগীপাড়া। 

 

প্রতিষ্ঠান দুটির পরিবর্তিত নাম ব্যবহারের ক্ষেত্রে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।