শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানার দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
রবিবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত শ্রমিকদের দেখতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা-যা করণীয় সব করা হবে বলে আশ্বাস দেন।
একই ইনস্টিটিউটে জুলাই ও আগস্টে মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় আহত ছাত্র-জনতাদের দেখতে যান।
শিল্প উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়াল প্রমুখ।
গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজ ভাঙা ডক ইয়ার্ডে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন শ্রমিক গুরুতর আহত হন।