NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

সীতাকুন্ডে বিস্ফোরণ, হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে সরকার


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৩ পিএম

সীতাকুন্ডে বিস্ফোরণ, হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে সরকার

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানার দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

রবিবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত শ্রমিকদের দেখতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা-যা করণীয় সব করা হবে বলে আশ্বাস দেন। 

একই ইনস্টিটিউটে জুলাই ও আগস্টে মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় আহত ছাত্র-জনতাদের দেখতে যান।

এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

 

শিল্প উপদেষ্টার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়াল প্রমুখ।

গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজ ভাঙা ডক ইয়ার্ডে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন শ্রমিক গুরুতর আহত হন।

শিল্প মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আট শ্রমিককে আইসিইউ সহায়তা দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। বিস্ফোরণের ঘটনায় প্রথমে ৬ সদস্য ও পরে তা বাড়িয়ে ১০ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।