দুই দিনের সফরে আজ রবিবার ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। তাঁর সফরে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
এই সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।
দুপুরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।
জানা গেছে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।