মিউনিখ অলিম্পিক উদ্বোধনসহ কয়েকটি দেশ ভ্রমণের কথা শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার ভ্রমণবৃত্তান্ত জানিয়ে যে লিখিত দিয়েছিলেন, সোমবার (১১ মার্চ) তা আদালতে উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
কালের কণ্ঠকে তিনি বলেন, ‘মিউনিখ অলিম্পিক উদ্বোধনের কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এ ছাড়া জাতিসংঘের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা তাঁর।
গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় দেন।
এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ দণ্ডিতদের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাঁদের জামিন দেওয়া হয়। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।