মিউনিখ অলিম্পিক উদ্বোধনসহ কয়েকটি দেশ ভ্রমণের কথা শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার ভ্রমণবৃত্তান্ত জানিয়ে যে লিখিত দিয়েছিলেন, সোমবার (১১ মার্চ) তা আদালতে উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
কালের কণ্ঠকে তিনি বলেন, ‘মিউনিখ অলিম্পিক উদ্বোধনের কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এ ছাড়া জাতিসংঘের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা তাঁর।