রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি অপহরণের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন এসআই রেজাউল ও কনস্টেবল সাঈদ।
গতকাল রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ সোমবার নিশ্চিত করেন ডিবি প্রধান হারুন অর রশিদ।
তিনি বলেন, বিভিন্ন সময়ে ভুয়া পুলিশ, র্যাব, ডিবি সদস্য গ্রেপ্তার করেছি।
হারুন অর রশিদ আরো বলেন, ভাটারা থানায় করা এক ভুক্তভোগীর মামলায় ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।