দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের হার দুই ঘণ্টা পরপর প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে। পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে হবে। কিছুক্ষণ পর পর ভোটের হিসাবও পরীক্ষা করে দেখা হবে।
রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি আরো বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ। শুনেছি কেউ বলছেন, এখানের ভোট ওখানে চলে যাবে, ওখানের ভোট এখানে চলে আসবে, এমনটি হওয়ার কোনো কারণই নেই।
সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোটের সত্য তথ্য জানাবেন। আপনাদের মাধ্যমেই দেশবাসী ও আমরা ভোটের প্রকৃত চিত্র জানতে পারবো।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নিরপেক্ষ আচরণে প্রশাসনের কর্মকর্তাদের ব্যাতয় ঘটবে না।
নির্বাচনের আচরণবিধি প্রার্থীদের মেনে চলতে হবে।