NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

ভোটগ্রহণের হার দুই ঘণ্টা পরপর প্রচার হবে : সিইসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

ভোটগ্রহণের হার দুই ঘণ্টা পরপর প্রচার হবে : সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের হার দুই ঘণ্টা পরপর প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে। পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে হবে। কিছুক্ষণ পর পর ভোটের হিসাবও পরীক্ষা করে দেখা হবে।

 
সেটি দুই ঘণ্টা পরপর গণমাধ্যমে প্রচার করা হবে।

 

রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি আরো বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠ। শুনেছি কেউ বলছেন, এখানের ভোট ওখানে চলে যাবে, ওখানের ভোট এখানে চলে আসবে, এমনটি হওয়ার কোনো কারণই নেই।

 
ভোট এক জায়গায় দিলে আরেক জায়গায় যাবে এটা সত্য নয়।’

 

সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোটের সত্য তথ্য জানাবেন। আপনাদের মাধ্যমেই দেশবাসী ও আমরা ভোটের প্রকৃত চিত্র জানতে পারবো।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নিরপেক্ষ আচরণে প্রশাসনের কর্মকর্তাদের ব্যাতয় ঘটবে না।

 
প্রিসাইডিং কর্মকর্তা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। এখন কি হচ্ছে, না হচ্ছে তা লোকজন কিছু দিন পর ভুলে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো ভোটের দিন। ভোটাররা শান্তিতে ভোট দিতে পারলেন কি না... সঠিকভাবে ফল প্রকাশ হলো কি না...।’

 

নির্বাচনের আচরণবিধি প্রার্থীদের মেনে চলতে হবে।

 
প্রশাসনকে এ ব্যাপারে নজর রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে ওই কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে। ভোট কেন্দ্রে একাধিক বাহিনী থাকার কারণে ভারসাম্য রক্ষা হবে।’